হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নলছিটি উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার এ জরিমানা করেন।

ওই পুলিশ কর্মকর্তা হলেন নলছিটি থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, একটি সরকারি দায়িত্ব পালন শেষে এসআই জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। এ সময় তার মাথায় হেলমেট ছিল না। শহরের চৌমাথায় পৌঁছলে ভ্রাম্যমাণ আদালত তাকে থামান। হেলমেট না থাকায় তাকে ২০ টাকা জরিমানা করেন।

একই দিন ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে করোনায় কঠোর লকডাউন অমান্য করায় অপর ৩২ ব্যক্তিকে জরিমানা করেছেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে হেলমেট না থাকায় জরিমানা করা হয়েছে। এছাড়া ৩৩ জনকে ২৪টি মামলায় জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন