করোনায় মৃত্যুশূন্য বরিশাল ॥ নতুন শনাক্ত ১৪

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

করোনায় মৃত্যুশূন্য বরিশাল ॥ নতুন শনাক্ত ১৪

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন মাত্র ১৪ জন। এসময়ে করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৫০ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৬ জনে। নতুন আক্রান্তের মধ্যে বরিশাল জেলায় ৮ জন, পটুয়াখালীতে ১ জন, ভোলায় ২ ও বরগুনায় ৩ জন। পিরোজপুর ও ঝালকাঠীতে নতুন করে কেউ আক্রান্ত হননি।
অন্যদিকে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে গত মে মাসের পর তৃতীয় দিনের মতো মৃত্যুশূন্য করোনা ওয়ার্ড। গত মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত মে মাসের পর সর্বনিম্ন ৩৬ জন রোগী। ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৫ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৭ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৮ জন রোগী। শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে সব শেষ রিপোর্টে ১৬১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৯৬ ভাগ। এর আগে গত সোমবারের রিপোর্টে ৭.২৯ ভাগ, রবিবার ৫.৩৯ ভাগ, শনিবার বরিশালে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর সর্বনিম্ন ১.১১ ভাগ, শুক্রবার ১২.৮৬ ভাগ, বৃহস্পতিবার ৩.৫৮ ভাগ এবং গত বুধবার ৭.৬৯ ভাগ করোনা শনাক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন