ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‘ফরচুন বরিশাল’ দলের অধিনায়ক হয়েছেন তামিম ইকবাল। দলটির ব্যাটিং লাইনআপে তামিম ছাড়া অভিজ্ঞ আর কোনো নাম নেই। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটারদের কেউ নেই। আফিফ হোসেনের মতো সম্ভাবনাময় ক্রিকেটার, প্রেসিডেন্ট’স কাপে নজর কাড়া ইরফান শুক্কুর, তাসকিন, মিরাজরা থাকলেও নির্ভরযোগ্য তেমন কেউ নেই। তাই নিজের দল নিয়ে খুব একটা খুশি হতে পারেননি দেশসেরা ওপেনার। এই কথা তিনি প্রকাশ্যেই বলেছেন।
আজ শনিবার দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তামিম বলেন, ‘কোনো সন্দেহ নেই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। এটাতে কোনো সন্দেহ নাই। আমরা অবশ্যই ড্রাফটে কিছু ভুল করেছি দেখেই এই কথাটা উঠছে (দলের শক্তি নিয়ে)। তবে সঙ্গে এটাও বুঝতে হবে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনো কছু হতে পারে। আমার দলে এমন কিছু খেলোয়াড় আছে, যাদের আমরা হয়তো কেউ কাউন্ট করছি না। কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটাতে পারে। যে কোনো কিছু হতে পারে।’
তামিম আরও বলেন, ‘প্রেসিডেন্ট’স কাপে ২-৩ জন ক্রিকেটারকে আমরা পেয়েছি। যদিও কেউই আশা করিনি যে ওরা এত ভালো খেলবে। পরে কিন্তু তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল। আমি এটাই আশা করি, আমাদের যারা তেমন লাইমলাইটে নাই, তারা ওই রকম পারফরম্যান্স করবে। আমাদের স্কোয়াড নিয়ে যদি সফল হতে হয়, আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সবসময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে। আমি ২-৩ জনকে নিয়ে আশা করছি, তারা ভালো খেললে অনেক কিছুই হতে পারে।’
ব্যাট হাতে কিছুতেই ধারাবাহিক হতে পারছেন না তামিম ইকবাল। আছে মন্থর গতির ব্যাটিংয়ের অভিযোগ। আসন্ন টুর্নামেন্টে দলের অধিনায়ক বলেই শুধু নয়, ব্যাট হাতে বড় অবদান রাখতে চান তামিম, ‘অবশ্যই আমার নিজের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। যদি সামনে থেকে নেতৃত্ব দিতে পারি। কিংবা অধিনায়কত্বের ব্যাপারটা বাদ দিলেও যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি, তাদের অবশ্যই সেটা অনুপ্রেরণা দেবে। হয়তোবা টুর্নামেন্টে আমার আলাদা আলাদা ভূমিকা পালন করতে হবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network