প্রায় দুই দশক পর চলতি বছরের মে মাসে প্রথমবার ওয়ানডে র্যাংকিংয়ের দশে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠলেও আবারও সেই পুরনো অবস্থানে ফিরে গেল টাইগাররা।
সোমবার আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এই উন্নতির মূল কারণ রোববার পাকিস্তানের বিপক্ষে তাদের ৫ উইকেটের জয়। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ার অন্যতম পরাশক্তি পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
এ জয় তাদের রেটিং পয়েন্ট ৭৭ থেকে বেড়ে ৭৮-এ নিয়ে গেছে, যা বাংলাদেশকে (৭৭ পয়েন্ট) পিছিয়ে দিয়েছে। এমনকি সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থান অপরিবর্তিত থাকবে।
পাকিস্তানের বিপক্ষে হারের ফলে র্যাংকিংয়েও এক ধাপ অবনতি হয়েছে বাবর আজমদের। চতুর্থ থেকে নেমে তারা এখন পঞ্চম স্থানে, ১০২ রেটিং পয়েন্ট নিয়ে। তাদের জায়গায় ১০৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। শীর্ষে রয়েছে ১২৪ পয়েন্ট নিয়ে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা–জিম্বাবুয়েতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য এই র্যাংকিং গুরুত্বপূর্ণ। সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর বাকি ছয় দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2025 বরিশাল প্রতিদিন. All rights reserved.