ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
একেই কি বলে সেকেন্ড সার্জ? করোনার ঢেউ আছড়ে পড়েছে ভারতে। বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সোমবার রাজ্যগুলিকে নির্দেশ দিল দুদিনের মধ্যে করোনা সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্যে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, রাজ্যগুলি করোনা মোকাবিলার জন্যে কি করছে এবং ভবিষ্যতে কি করতে চাইছে। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ আজ দিল্লি ও গুজরাট সরকারকে ভর্ৎসনা করেছে সঠিকভাবে করোনা মোকাবিলা করতে না পারায়। সুপ্রিম কোর্টের এই কড়া মানসিকতায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ভারতে আবার লকডাউন চালু হতে পারে। এমনিতে ভারত লোকডাউন এর পালা সাঙ্গ করে আনলক-ফাইভ পর্যায়ে আছে। আবার লকডাউন হলে সব কেঁচে গণ্ডুষ হবে।
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর মঙ্গলবার মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক আলাদা গুরুত্ব পেল।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network