ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য নিয়ে বর্তমানে আমরা মুজিববর্ষ অতিক্রম করছি।মুজিব বর্ষে জনতার পুলিশ হতে বাংলাদেশ পুলিশ নানামুখী কার্যক্রম গ্রহন করেছে। ওপেন হাউজ ডে ও বিট পুলিশিংয়ের মাধ্যমে থানার সেবাটা সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই।আগে মানুষকে থানায় গিয়ে পুলিশি সেবা নিতে হতো এখন আর কাউকে থানায় যেতে হবেনা বিট পুলিশিংয়ের মাধ্যমে ঘরে বসেই মানুষ সেবা পাবে। এয়ারপোর্ট থানায় আপনাদের সুবিধার্থে ২২ টি বিট কার্যালয় স্থাপন করা হয়েছে।পুলিশ ও জনতা মিলে একসাথে কাজ করলে অপরাধ মুক্ত সমাজ গড়া সম্ভব হবে।সমাজে অপরাধ প্রবনতা কমে যাবে।একটি সমৃদ্ধশালীদেশ গড়তে বিটপুলিশিং এর মাধ্যমে টেকসই নিরাপত্তা ব্যাবস্থা গড়ে তুলতে চাই।উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশ ও জনতামিলে একসাথে কাজ করে হোয়াইট কালার ক্রিমিনাল ও অপরাধ মুক্ত সমাজ গড়তে হবে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় লাকুটিয়া,সারসী,বিহঙ্গল ১৩ নং বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম বলেন,বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগনের মাঝে দুরত্ব কমে এসেছে।সমাজে কিছু কিছু অপরাধ আছে যা নিজেরাই সমাধান করা সম্ভব।এরকম সমস্যা থানায় না গিয়ে বিট অফিসের মাধ্যমে সমাধান করতে পারবেন।যেখানেই সন্ত্রাসী থাকবে সেখানে তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।আপনাদের এলাকায় মাদক ব্যাবসায়ীদের সম্পর্কে পুলিশকে তথ্যদিয়ে সহায়তা করুন।আমরা সমাজ থেকে মাদক, জঙ্গীবাদ,চাঁদাবাজি দুর করতে চাই।আমরা কঠোর হস্তে এদেরকে নির্মুল করে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে চাই।
বিট অফিসার এস আই রায়হানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন,বরিশাল সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান মধু,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল,কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক প্রমুখ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network