অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম যারা করতে চায় তাদের শক্ত হাতে দমন করতে হবে- (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম যারা করতে চায় তাদের শক্ত হাতে দমন করতে হবে- (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার নগরীর কালীবাড়ি রোডস্থ শীতলাখোলা, বরিশালে বিএমপি ট্রাফিক বিভাগের ভবন ও কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিএমপি ট্রাফিক বিভাগের সকল অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্র্ণ বিভাগ, ট্রাফিক বিভাগ। যারা দিনে –রাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ভূমিকা রাখেন তাঁরা । সমালোচনার উর্ধ্বে থেকে নগরীর সড়ক পথে শৃঙ্খলা বিরাজ করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সরকার পুলিশের আধুনিকায়ন তথা কল্যাণে সুযোগ সুবিধা সহ সদিচ্ছার ব্যপক বহিঃ প্রকাশ করেছেন। এতকিছুর পরও রাষ্ট্রের একজন যোগ্য কর্মচারী কখনোই নিয়ম, নৈতিকতা, লজ্জা পুলিশের ভাবমূর্তি বিসর্জন দিতে পারে না। জোর করে কেউ যদি নিজেকে অপরিবর্তিত রেখে অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম করতে চায় তাকে শক্ত হাতে দমন করতে হবে।

কারো অগ্রহণযোগ্য অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনী নিয়ে কেউ নেতিবাচক ট্রল করবে, তা কখনোই মেনে নেয়া হবে না। নিজ অবস্থান থেকে নিজের মন বিবেক আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে সচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম। আরো উপস্থিত সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি প্রকৌশলী জনাব শাহেদ চৌধুরী সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুলিশ কমিশনার এসময় ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের জন্য নগরীর মধ্যে একটি যুগোউপযুগী একটি নতুন ভবন কার্যলয় করার ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ^াষ প্রদান করেন।

এর পূর্বে পুলিশ কমিশনার বিএমপি ট্রাফিক কার্যলয়ে আসলে (ডিসি) ট্রাফিক মোহাম্মাদ জাকির হোসেন মজুমদার তাকে তার সদস্যদের দিয়ে প্যারেড ছালাম প্রদান করা সহ ফুলের শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন