ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় স্কুল কমিটির সভাপতি মাসুদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মাসুদ উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মোছলেম আলী মোল্লার ছেলে এবং সুজনকাঠী মজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। গ্রেফতার মাসুদ এক ছেলে নিয়ে বাড়ি থাকলেও তার স্ত্রী বর্তমানে ইতালি রয়েছেন।
থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম নির্যাতনের শিকার ছাত্রীর মায়ের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, মায়ের নামে সরকারি রেশন কার্ড করিয়ে দেওয়ার কথা বলে গত বুধবার ওই ছাত্রীকে বাড়িতে যেতে বলে অভিযুক্ত মাসুদ মোল্লা। ঘটনার রাতে শিক্ষার্থীকে নিয়ে তার মা জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে মাসুদের বাড়িতে যান। মায়ের সঙ্গে কথাবার্তা শেষে তার মেয়ের সঙ্গে আলাদা কথা আছে বলে মাকে বসিয়ে রেখে মাসুদ ছাত্রীকে নিজ শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে এই ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়।
হুমকির কারণে শিক্ষার্থী ওই রাতে ধর্ষণের ঘটনা কাউকে না জানালেও পর দিন ২৭ নভেম্বর তার মাকে সব খুলে বলে। মেয়ের মুখ থেকে ধর্ষণের ঘটনা জেনে শিক্ষার্থীর মা বাদী হয়ে রবিবার রাত সাড়ে ১২টার দিকে মাসুদ মোল্লাকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর রাতেই তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মাসুদ মোল্লাকে গ্রেফতার করেন। পরে সোমবার সকালে মাসুদ মোল্লাকে বরিশাল আদালতে পাঠানো হয়। একই সময় নির্যাতনের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network