বর্ষণ ও জোয়ারের পানিতে বরিশাল পূর্বাঞ্চলে আমন ধানের ক্ষতি

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

বর্ষণ ও জোয়ারের পানিতে বরিশাল পূর্বাঞ্চলে আমন ধানের ক্ষতি

 

 জলিল মুন্সী >>  বর্ষণ ও জোয়ারে নদীর পানি বৃদ্ধি পেয়ে রবিবার থেকে হঠাৎ করে বরিশাল সদর উপজেলার পূর্বাঞ্চলে সদ্য রোপণকৃত নিম্নাঞ্চলের আমন জমিতে পানি প্রবেশ করে শত হেক্টর জমির আমনের চারা তলিয়ে গেছে। বাকী জমিও হুমকির মুখে রয়েছে। বর্ষণ ও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আমন কৃষকগণ শঙ্কিত হয়ে পড়েছেন। এবার  এলাকার কৃষকগণ আমন ধান চাষের ওপর মনোযোগ দেয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সদর উপজেলার পূর্বাঞ্চলের ৫ টি ইউনিয়নে  জমিতে আমন আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বর্ষন ও বন্যার কারনে তা অর্জন সম্ভব হবেনা। এর মধ্যে  সহস্র হেক্টর জমিতে আমন রোপন করা হয়েছে। গত রবিবার হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুরা ইউনিয়নের খন্তাখালী, চরপত্তনিয়া, কুন্দিয়ালপাড়া, সারুথালী গ্রামের বিলগুলোতে রোপনকৃত প্রায় ২০ হেক্টর আমন জমি তলিয়ে গেছে। আরো বহুজমি তলিয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। তবে কৃষকদের মতে তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো অনেক বেশী। আবহাওয়া অনুকূলে না থাকা সত্যেও আমন চাষে বাম্পার ফলনের আশা ছিলো কৃষকদের। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চাঁদপুরা ইউপি চেয়ারম্যান  জানান,  বর্ষণ ও নদীতে জোয়ারের পানি  বৃদ্ধি পেয়ে অত্র ইউনিয়নের কয়েকটি বিলে রবিবার থেকে হঠাৎ পানি প্রবেশ করে প্রায় ৫০ হেক্টর রোপনকৃত আমন জমি তলিয়ে গেছে। শতাধিক হেক্টর জমি তলিয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। আমি কৃষকদের সাথে যোগাযোগ রেখে উপজেলা প্রশাসনকে কৃষকদের ক্ষয়ক্ষতির ব্যাপারে অবগত করছি।

সংবাদটি শেয়ার করুন