মুলাদীতে শিশু সন্তান বিক্রিরে সময় পিতা আটক

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

মুলাদীতে শিশু সন্তান বিক্রিরে সময় পিতা আটক

মুলাদী উপজেলায় দুই মাস বয়সী সন্তান বিক্রি করার প্রাক্কালে সোহরাব হোসেন (৩০) নামের এক পিতাকে আটক করেছেন স্থানীয়রা। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের প্যাদারহাট এলাকায় সন্তান বিক্রির চেষ্টার সময় তাকে আটক করে মুলাদী থানায় সোপর্দ করে।

আটক সোহরাব হোসেন মুলাদী পৌর সদরের পূর্ব তেরচর এলাকায় ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, সোহরাবের আয়-রোজগার না থাকায় শনিবার তার স্ত্রী ময়না আক্তারের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ময়না আক্তার রাগ করে তার শিশুপুত্রকে পিতার কোলে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বললে সোহরাব সন্তানকে নিয়ে প্যাদারহাট বন্দর এলাকায় সিকদার বাড়িতে বিক্রির চেষ্টা চালায়। এ সময় ওই বাড়ির লোকজন সোহরাবকে শিশু পাচারকারী হিসেবে সন্দেহ করে আটক করে মুলাদী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন বরিশালটাইমসকে জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে সোহবার শিশুসন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে পাচারকারী সন্দেহে আটক করেন।’

সংবাদটি শেয়ার করুন