ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
মুলাদী উপজেলায় দুই মাস বয়সী সন্তান বিক্রি করার প্রাক্কালে সোহরাব হোসেন (৩০) নামের এক পিতাকে আটক করেছেন স্থানীয়রা। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের প্যাদারহাট এলাকায় সন্তান বিক্রির চেষ্টার সময় তাকে আটক করে মুলাদী থানায় সোপর্দ করে।
আটক সোহরাব হোসেন মুলাদী পৌর সদরের পূর্ব তেরচর এলাকায় ভাড়া থাকেন।
স্থানীয়রা জানান, সোহরাবের আয়-রোজগার না থাকায় শনিবার তার স্ত্রী ময়না আক্তারের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ময়না আক্তার রাগ করে তার শিশুপুত্রকে পিতার কোলে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বললে সোহরাব সন্তানকে নিয়ে প্যাদারহাট বন্দর এলাকায় সিকদার বাড়িতে বিক্রির চেষ্টা চালায়। এ সময় ওই বাড়ির লোকজন সোহরাবকে শিশু পাচারকারী হিসেবে সন্দেহ করে আটক করে মুলাদী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন বরিশালটাইমসকে জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে সোহবার শিশুসন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে পাচারকারী সন্দেহে আটক করেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network