গলাচিপার উলানিয়া বাজারে চাঁদার টাকা না দেয়ায় হামলা ॥ প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

গলাচিপার উলানিয়া বাজারে চাঁদার টাকা না দেয়ায় হামলা  ॥ প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি ॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উলানিয়া বাজারে ব্যাবসায়িদের কাছে ঘাট ইজারাদার ডাকুয়া ইউনিয়নের মোঃজামাল চৌধুরী বিভিন্ন দিন যাবত চাঁদা দাবি করে আসছিল। কিন্তুু ব্যাবসায়িরা চাঁদার টাকা না দিতে অস্বিকৃতি জানায়। আজ রবিবার সকাল ৯টায় শংকর দেবনাথের দোকানে এসে চাঁদা টাকা দাবি করে জামাল চৌধুরী ও তার সঙ্গী বাপ্পি মিয়া সহ আরো অনেকে। কথা কাটাকাটির এক পর্যায় সন্ত্রাসীরা ব্যবসায়ীর উপর হামলা চালায়। এতে করে শংকর দেবনাথ একজন আহত হওয়া । এসময় সন্ত্রাসীরা দোকানে টিটির জন্যে থাকা ৫ লক্ষ টাকা জোর করে নিয়ে যাবার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে উলানিয়া বন্দর সমিতির সকলে মিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ও গলাচিপা থানায় এসে অভিযোগ যানান। পরে তারা থানার ফটকে সকাল ১১টায় উপস্থিত থেকে বিচারের দাবিতে এক মানববন্ধন পালন করেন। এবং অভিযুক্ত জামাল চৌধুরী ও তার সঙ্গী বাপ্পি মিয়া সহ আরো অনেকের বিরুদ্ধে বিচারের দাবি তুলেন।

সংবাদটি শেয়ার করুন