দৌলতখান (ভোলা) প্রতিনিধি॥
“মুজিব শতবর্ষের অঙ্গীকার স্বাবলম্বী বাংলাদেশ শত নৌকায় কর্ম উদ্দীপনা” এ শ্লোগানে ভোলার দৌলতখানে প্রান্তিক অসহায় জেলেদের মাঝে নৌকা, পাল, গামছা, ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাজিরহাট সংলগ্ন মাছঘাট এলাকায় ১৫জন অসহায় জেলেদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আরশাদুজ্জামান (পিবিজিএম)।
অনুষ্ঠানে বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে জেলে সম্প্রদায়ের মাঝে কিছুটা উদ্দীপনা এবং কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজিবি’র এ কার্যক্রম সারা দেশে অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি’র খুলনা ব্যাটালিয়নের সহকারী পরিচালক তফছির আহমেদ, চরপাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন ভূইয়া, এডভান্স ব্রিকসের পরিচালক মাহাবুব হোসেন শুভ।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2025 বরিশাল প্রতিদিন. All rights reserved.