ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
পিরোজপুর প্রতিনিধি/ পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী রাজ্জাক খান বাদশা।
তিনি বলেন, ২০১৩ সালে হালিম ঢালীর সাথে হাসি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে বিভিন্ন সময় হাসিকে মারধর করতেন হালিম । এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৪ এপ্রিল যৌতুকের দাবিতে মারধরে হাসি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কয়েক দিন পর ৭ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় হাসির মা আনোয়ার বেগম বাদী হয়ে ১১ মে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন।
এসময় নয় জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক হালিম ঢালীকে ফাঁসির আদেশের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেন বলে জানান তিনি।
দণ্ডপ্রাপ্ত হালিম ঢালী (৪২) জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী (মাঝের চর) গ্রামের নুরুল ইসলাম ঢালীর ছেলে। ২০১৪ সালে নিহত হাসি বেগম (২৫) জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা এলাকার মতি মিয়ার মেয়ে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network