ঢাকা ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
বরগুনার তালতলী উপজেলার পূর্ব সওদাগরপাড়া গ্রামে খেলার জন্য তৈরি করা ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে সামিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার বড়বগী ইউনিয়নের পূর্ব সওদাগারপাড়া জাকির মুন্সীর মেয়ে সামিরা ও তার চাচাতো ভাই খরকুটা দিয়ে একটি খেলার জন্য ঘর তৈরি করেন। পরে সেই ঘরে রান্নার জন্য আগুন জ্বালানো হয়।
ওই আগুন খেলার জন্য তৈরি ঘরের খরকুটায় লেগে যায়। তখন ভাই বের হতে পারলেও সামিরা ঘরের ভেতরে আটকে যায়। তখন আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে এনে সামিরার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বরিশালটাইমসকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়ভাবে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network