ঢাকা ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
বরিশালের মুলাদীর রামারপুল গ্রামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ত্রিশোর্ধ্ব এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে শরিফুল ইসলাম হাওলাদার ওরফে মোরসালিন নামের ওই যুবককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদ- দেওয়া হয়। আজ বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত মোরসালিন একই গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে। আদালত সূত্রে জানা গেছে- ২০১৬ সালের ২৬ এপ্রিল ভুক্তভোগী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় পর দিন ২৭ এপ্রিল তার মা বাদী হয়ে মোরসালিনকে আসামি করে থানায় মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম একই বছরের ১০ জুলাই মোরসালিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় দেন।বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আজিবর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network