ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় বাইকের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহতের নাম মিনারা বেগম (৩৫)। তিনি উপজেলার বিলবিলাস গ্রামের বজলুর রহমান কবিরাজের স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে ওই গ্রামের বড়ইতলা এলাকায় মিনারা বেগম রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাইক তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network