ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বরিশালে দেড়সহস্রাধিক গৃহহীনদের হাতে ঘর ও জমির দলির প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর সিএন্ডবি রোডস্থ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। এসময় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ অন্যান্যরা গৃহহীনদের হাতে ঘর ও জমির তুলে দেন। ঘর ও জমির দলির পেয়ে খুশি বলে জানিয়েছেন ভূমিহীনরা। এজন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, জেলার ১০ উপজেলায় এক হাজার ৫শ’ ৫৬টি ঘরের মধ্যে এক হাজার ৯টি ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বাকীগুলো ঘরের নির্মাণ কাজ শেষ হলে পরে বিতরণ করা হবে।
প্রসঙ্গতঃ মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃপক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্প-২ এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচীর আওতায় প্রত্যেককে ২ শতাংশ জমি ও দুই কক্ষ বিশিষ্ট ২৯৪ বর্গফুটের ঘর প্রদান করা হয়। প্রতিটি ঘর নির্মানে খরচ হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network