ঢাকা ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
কুয়াকাটা রাখাইন মার্কেট সড়কের তিনটি দোকান ঘর আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে একটি জুতার দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তেই পাশের আরও একটি জুতার দোকান এবং একটি কম্পিউটার-ফটোস্ট্যাটের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরসহ ঘরে থাকা সম্পূর্ণ মালামাল ভষ্মিভূত হয়েছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকান ঘরের মালিক আনোয়ার হোসেন আনু জানান, আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওইসব ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন,কবির হাওলাদার,জাকির মুসুল্লী ও আমিন হাওলাদার। রোববার সকালে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ভষ্মিভূত দোকান ঘরগুলো পরিদর্শণ শেষে তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network