ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
বরগুনার আমতলী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ডের পরপরই নিহত ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।নিহত গৃহবধূর নাম রাবেয়া বেগম (৩৫)। তিনি আমতলী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ওয়ালি উল্লাহর স্ত্রী।
আমতলী থানার ওসি মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল ওয়ালি উল্লাহর ও তার স্ত্রী রাবেয়া বেগমের।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঝগড়ার এক পর্যায়ে ওয়ালি উল্লাহ রাবেয়াকে লোহার অ্যাঙ্গেল দিয়ে তার স্ত্রীকে পেটায়। এতে রাবেয়া মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই ওয়ালি উল্লাহকে পুলিশ আটক করেছে।
জিজ্ঞাসাবাদে ওয়ালি উল্লাহ স্ত্রীকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network