ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর নামকস্থানে শনিবার ভোররাত তিনটার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মিটিট্রাকের মালিক, চালক ও হেলপার নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত মিনিট্রাক ও কাভারভ্যান জব্দ করেছে। নিহতরা হলেন জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরলতা গ্রামের কাদের বয়াতীর পুত্র আকতার হোসেন (৩০) মালিক ও বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার আব্দুল আজিজ হাওলাদারের পুত্র মোঃ রাসেল (২২) চালক ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোঃ সোহান (২২) ট্রাকের হেলপার।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিকল মিনি ট্রাককে (যশোর-ড ১১-০৬১৯) অন্য একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১৪-৫১১৫) সাথে বাঁশ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে বাঁশটিতে ত্রুটি দেখা দিলে দূর্ঘটনাস্থলে বসে সেটি ঠিক করা হচ্ছিলো। এসময় বিপরিতদিক থেকে বরিশালগামী বেপরোয়াগতির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৮৯১৩) পেছন থেকে দুটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত তিনটি যানকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network