ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
থানায় কোনো অভিযোগ নিয়ে আসলে দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে হবে। কোনো হয়রানি করা যাবে না। পুলিশকে জনগণের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জ উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম। আজ শনিবার (১৩ মার্চ) সকাল ১০টায় ভোলা বোরহানউদ্দিন থানায় নবনির্মিত আধুনিক নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।
এ ডেস্ক উদ্বোধন শেষে উপজেলার উদয়পুর রাস্তার ৩ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী ফারিয়া আক্তারের মা রিনা বেগমের অভিযোগ শোনেন ডিআইজি শফিকুল ইসলাম। তার অভিযোগ শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বোরহানউদ্দিন থানার ওসিকে নির্দেশ দেন এ ডিআইজি।
এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, লালমোহন (সার্কেল) রাসেলুর রহমান এবং বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মো. মাজহারুল আমিনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network