ঢাকা ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১
বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। বিকেল ৫টা পর্যন্ত ৭টির মধ্যে ৫টি ইউনিয়নে অন্য কোনো প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা না দেয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন।
তারা হলেন- উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নুর আলম সেরনিয়াবাত, চাঁদশী ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সৈয়দ নজরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সৈকত গুহ পিকলু, নলচিড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে গোলাম হাফিজ মৃধা ও বাটাজোর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আব্দুর রব হাওলাদার।
এছাড়া বার্থী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম শাহীন মনোনয়নপত্র জমা দিলেও তা প্রত্যাহার করে নেয়া হবে বলে এলাকায় গুঞ্জন চলছে।
গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলার স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। তবে খাঞ্জাপুর, চাঁদশী, মাহিলাড়া নলচিড়া ও বাটাজোর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।
এছাড়া বার্থী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আব্দুর রাজ্জাক হাওলাদার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম শাহীন মনোনয়নপত্র জমা দেন। তবে উপজেলার শরিকল ইউনিয়ন পরিষদের চিত্র ছিল ভিন্ন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন মনোনীত শাখাওয়াত হোসেন খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম আজিজ, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র হালদার মনোনয়নপত্র জমা দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাক্তার জি.কে চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার এস এম জাকির হোসেন।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network