ঢাকা ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
আগামী ১ এপ্রিল থেকে এসএসসি ২০২১ সালের শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আবেদন করতে হবে অনলাইনে, চলবে ৭ এপ্রিল পর্যন্ত। এছাড়াও এবার নেয়া হবে না নির্বাচনী পরীক্ষা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ অতিমারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করা হবে। আগামী ২৮ এপ্রিল শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করবে শিক্ষাবোর্ড।
এজন্য শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ওয়েবসাইটে প্রবেশ করে OMES/eFF এ ক্লিক করে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। probable লিস্ট এ যেয়ে প্রিন্ট করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পে স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যংকে টাকা জমা দিতে হবে। ফি জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফাইনাল ক্যানডিডেট লিস্ট প্রিন্ট করতে হবে।
এছাড়াও বিলম্ব ফি ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে পূরণ করা যাবে।
বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয়সহ ১৯৭০টাকা লাগবে। ব্যবসায়িক শিক্ষার্থীদের এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের লাগবে ১৮৫০ টাকা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network