ঢাকা ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রাম থেকে আনুমানিক ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে গৌরনদী বনবিভাগের কর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মোক্তার বাজার সংলগ্ন ওয়াসিম শিকদারের পুকুর থেকে অজগরটি উদ্ধার করা হয়।উদ্ধারকারী বনকর্মীরা জানান, আজ সকালে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের ওয়াসিম শিকদারের পুকুরে হাঁস খেতে গিয়ে জালে আটকা পরে অজগরটি। পরে বনবিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, লম্বায় অজগরটি মাপা সম্ভব না হলেও এর ওজন ১৫ কেজি। বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা জিএম রফিক আহমেদ বলেন, ‘আমাদের কর্মীরা অজগরটি উদ্ধার করে খাঁচার মধ্যে করে স্থানীয় কার্যালয়ে নিয়ে গেছে। আর বিষয়টি খুলনায় বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network