আজ পালিত হল বিশ্ব শিক্ষক দিবস

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

আজ পালিত হল বিশ্ব শিক্ষক দিবস

 

 আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।এ্ররই ধারাবাহিকতায় বাংলাদেশ শিক্ষক- কর্মচারি সিমিতি ফেডারেশন ,বরিশাল যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন।
বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে ইউনেস্কোর সাথে রয়েছে ইউনিসেফ, ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন-আইএলও, এডুকেশন ইন্টারন্যাশনাল (Education International – EI) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। ২০২০ সালে এ দিবসের প্রতিপাদ্য বিষয় “শিক্ষকঃ সংকটে নেতৃত্ব, নতুন করে ভবিষ্যতের ভাবনা”।
ইনেস্কোর মহাপরিচালক এন্ড্রো আজোলো, আইএলও এর মহাপরিচালক গে রাইডার, ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিট্টা এইচ ফিরো, ইআই এর জেনারেল সেক্রেটারি ডেভিড এডওয়ার্ড যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, এই সংকট মুহূর্তে শিক্ষকরা তাদের দুর্দান্ত নেতৃত্ব ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেখিয়েছেন, শিক্ষা কখনই বন্ধ হতে পারে না। ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সমাধান বের করা এবং শিক্ষার নতুন পরিবেশ তৈরি করতে তারা সারা বিশ্বব্যাপি স্বতন্ত্রভাবে ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহন এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে তাদের এই ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন