ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১
প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করার অভিযোগে মিজানুর রহমান সিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন স্বরূপকাঠি থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন।
মিজানুর আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে।
গতকাল রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শুক্রবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
ওসি আবীর বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিজানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network