বরিশালে সাইবার ট্রাইব্যুনাল আদালত গঠন

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১

বরিশালে সাইবার ট্রাইব্যুনাল আদালত গঠন

বরিশালে সাইবার ট্রাইবুন্যাল আদালত গঠিত হয়েছে। একই সাথে দেশের বাকি বিভাগগুলোতেও সাইবার ট্রাইবুন্যাল আদালত গঠন করে গেজেট প্রকাশিত হয়েছে। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬’ -এ দেয়া ক্ষমতাবলে এই আইনের অধীনে সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচারের জন্য এই সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

বরিশাল সাইবার ট্রাইবুন্যাল আদালতের আওতায় বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ভোলা জেলা রয়ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২০১৩ সালের ২৮ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল স্থাপিত হয়। এখন সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন