বরিশালে পৌঁছেছে করোনা টিকার দ্বিতীয় ডোজ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১

বরিশালে পৌঁছেছে করোনার দ্বিতীয় ডোজ টিকা। বুধবার সকাল ৯টায় বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা পৌঁছায়। ইপআিই ভবন এর সংরক্ষণাগারে টিকাগুলো রাখা হয়েছে।
বেক্সিমকো ফারমার ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে এই টিকা বরিশালে পাঠানো হয়। ভ্যানে চার জেলার টিকা ছিলো।

এতে বরিশালের জন্য ৫১ হাজার ডোজ, ঝালকাঠির ১৮ হাজার, পটুয়াখালীর ৩০ হাজার এবং বরগুনার ২১ হাজার ডোজ টিকা রয়েছে। বরিশালের জন্য নির্ধারিত টিকার বক্স সিভিল সার্জন কার্যালয়ে নামিয়ে বাকি টিকা ওই গাড়িযোগে পৌঁছে দেয়া হয়।

বরিশালে টিকা গ্রহণ করেছেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, ৫টি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও এ টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, বরিশাল জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন