লকডাউনে খোলা থাকবে ব্যাংক

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

লকডাউনে খোলা থাকবে ব্যাংক

লকডাউনে ব্যাংক বন্ধের ঘোষণা দিলেও সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে। ১৪ এপ্রিল থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনের (বিধিনিষেধের) মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার এমন নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিশেষে প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম বলেন, বিশেষ প্রয়োজনে ব্যাংক চালু রাখতে এ চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তার সঙ্গে মিল রেখে ১৪ থেকে ২১ এপ্রিল বাংলাদেশের সমস্ত তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। সর্বাত্মক লকডাউন শুরুর আগের দিন এজন্য ব্যাংকগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

সংবাদটি শেয়ার করুন