ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান’র ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। ওসির ছবিসহ তরধ অযংধহ নামের ওই আইডিটি হ্যাক হওয়ায় বিষয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ২টা ৯ মিনিটে ‘টুরৎঢ়ঁৎ ঞযধহধ’ নামক ফেসবুক আইডি থেকে জনসচেতনতামূলক পোস্ট করা হয়েছে।
সেখান লেখা হয়েছে, ‘উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. জিয়াউল আহসান এর তরধ অযংধহ নামে ব্যক্তিগত ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। অফিসার ইনচার্জ এর আত্মীয় স্বজনসহ ফেসবুক বন্ধুদের নিকট আইডি হ্যাককারী কোন অর্থ দাবি করিলে কেউ অর্থ দিয়ে প্রতারিত হবেন না।’
এই বিষয়ে জানতে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গতকাল বুধবার বিকেল থেকে তিনি তার ব্যক্তিগত তরধ অযংধহ নামের ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারছেন না। তার আইডিটি হয়তো সাইবার ক্রাইম চক্র হ্যাক করেছে। এ ঘটনায় উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network