ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
বাবুগঞ্জে সরকারি চাল পাচারের অভিযোগে একজনকে আটক করেছে থানা পুলিশ।আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুর বেলা বাবুগঞ্জের আঁড়িয়াল খা নদীর কুমারিকিট স্থানে ট্রলার ভর্তি সরকারি চাল দেখে স্থানীয় জনগণ টলারটি আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ছত্তার মাঝি নামক একজনকে আটক করে। এসময় টলারটি থেকে পঞ্চাশ (৫০) মেট্রিকটন সরকারি চাল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, স্থানীয়রা ট্রলারটি আটক করে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল এসে একজনকে ৫০ মেট্রিকটন সরকারি চালসহ আটক করি। উদ্ধারকৃত চাল মেহেন্দিগঞ্জ থেকে মুলাদিতে যাচ্ছিলো বলেও নিশ্চিত করেছেন ওসি মিজানুর রহমান।
তিনি আরো বলেন, আমরা আটকের পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে জানিয়েছি। তিনি আসার পরে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network