ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১
বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডস্থ সিঅ্যাবি রোড এলাকায় মসজিদ নির্মাণকাজে বাঁধা দেওয়াসহ মসজিদের স্টলে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় সংক্ষুব্ধ স্থানীয় বায়তুল আমিন মীরাবাড়ি জামে মসজিদের মুসুল্লিরা আজ শুক্রবার (৩০ এপ্রিল) বাদ জুমা সিঅ্যান্ডবি রোডে মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন- মসজিদ লাগোয়া বাসিন্দা সৈয়দ আবুল বরকত উল্লাহ (৫০), মো. ইমন, রুম্মন ও সখিসহ কয়েকজন মসজিদটির নির্মাণকাজে বাঁধা দিচ্ছে। এছাড়া মসজিদের দেয়াল ভাঙা, নির্মাণ শ্রমিকদের হুমকি-ধামকি দেওয়া এবং মসজিদের স্টল থেকে চাঁদা দাবি করে আসছে। বিষয়টি জানজানি হলে মসজিদের মুসুল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এতে বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লাহসহ আরও অনেকে।
মুসুল্লিরা জানান, অ্যাডভোকেট সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লাহ জমি দান করাসহ মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি নতুন ভবন করতে গেলে তার ছেলে বাঁধা প্রদান করে। এই ঘটনায় মুসুল্লিরা ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করলে এতে তার পিতা শফিউল্লাহ নিজেও অংশ নেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network