বরিশালে মসজিদ নির্মাণকাজে বাঁধা: প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

বরিশালে মসজিদ নির্মাণকাজে বাঁধা: প্রতিবাদে মানববন্ধন

বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডস্থ সিঅ্যাবি রোড এলাকায় মসজিদ নির্মাণকাজে বাঁধা দেওয়াসহ মসজিদের স্টলে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় সংক্ষুব্ধ স্থানীয় বায়তুল আমিন মীরাবাড়ি জামে মসজিদের মুসুল্লিরা আজ শুক্রবার (৩০ এপ্রিল) বাদ জুমা সিঅ্যান্ডবি রোডে মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন- মসজিদ লাগোয়া বাসিন্দা সৈয়দ আবুল বরকত উল্লাহ (৫০), মো. ইমন, রুম্মন ও সখিসহ কয়েকজন মসজিদটির নির্মাণকাজে বাঁধা দিচ্ছে। এছাড়া মসজিদের দেয়াল ভাঙা, নির্মাণ শ্রমিকদের হুমকি-ধামকি দেওয়া এবং মসজিদের স্টল থেকে চাঁদা দাবি করে আসছে। বিষয়টি জানজানি হলে মসজিদের মুসুল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এতে বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লাহসহ আরও অনেকে।

মুসুল্লিরা জানান, অ্যাডভোকেট সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লাহ জমি দান করাসহ মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি নতুন ভবন করতে গেলে তার ছেলে বাঁধা প্রদান করে। এই ঘটনায় মুসুল্লিরা ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করলে এতে তার পিতা শফিউল্লাহ নিজেও অংশ নেন।’

সংবাদটি শেয়ার করুন