ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ৫, ২০২১
পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আবদুল্লাহ (৪) নামে এক শিশু ও হাসিনা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ও আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তারা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার দ্বিপাশা গ্রামের নয়া মাতুব্বরের মেয়ে হাসিনা বেগম (৩০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আজ (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। এর আগে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের খলিল মুন্সির ছেলে শিশু আবদুল্লাহ ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার রাত সোয়া ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বাবা খলিল মুন্সি। এর কিছুক্ষণ পরে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুল্লাহ।
উল্লেখ্য, প্রায় দু’মাস পর্যন্ত বাউফলে ডায়রিয়া মহামারি আকার ধারণ করে। এ পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network