ঢাকা ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ৯, ২০২১
অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীর ২০ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা ছাড় করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। ৪৮০ জনের আবেদনের বিপরীতে কল্যাণ সুবিধার এ টাকা ছাড় করা হয়েছে। ঈদের আগেই শিক্ষক কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে যার যার ব্যাংক হিসাবে তাদের টাকা পৌঁছে যাবে। রোববার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
কল্যাণ ট্রাস্ট জানায়, ঈদের আগেই শিক্ষক কর্মচারীদের যার যার ব্যাংক হিসাবে তাদের টাকা পৌঁছে যাবে। এছাড়া ১৫ দিন আগেও কল্যাণ ট্রাস্টের ৬৪২টি আবেদনের বিপরীতে ২৭ কোটি টাকা কল্যাণ সুবিধা দেওয়াসহ লকডাউনে গত এক মাসে ১ হাজার ৩০০ জন শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সার্বক্ষণিক উৎসাহ যুগিয়েছেন বলে জানিয়েছেন এই কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। জনবলসহ বিভিন্ন সংকটের মধ্যেও জাতির এই দুঃসময়ে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীরা তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এরফলে শিক্ষক কর্মচারীরা কিছুটা হলেও উপকৃত হবেন। বাংলাদেশ র্জানাল
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network