ঢাকা ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২১
ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণের পেছনে বড় কারণ হতে পারে অপরিচ্ছন্নতা। না ধুয়ে টানা দুই থেকে তিন সপ্তাহ একই মাস্ক পরলে এ সংক্রমণ হতে পারে। এমন দাবি করেছেন ভারতের এইমস হাসপাতালের কয়েকজন চিকিৎসক।
হাসপাতালটির নিউরোসায়েন্স বিভাগের অধ্যাপক পি শরৎ চন্দ্র হালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপরিচ্ছন্নতা ছত্রাক জাতীয় সংক্রমণের পেছনে বড় কারণ। তার কথায়, ‘অনেকেই দুই থেকে তিন সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক ব্যবহার করে যান। এটা থেকেও ছড়াতে পারে এ সংক্রমণ।’ খবর আনন্দবাজারের
এ সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।
যদিও তার এ কথার পেছনে এখনও যথেষ্ট পরিমাণ প্রমাণ নেই। তবে এক নামকরা বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই ছত্রাকের সংক্রমণের পেছনে অস্বাস্থ্যকর পরিবেশের বড় ভূমিকা থাকতেই পারে।
তার কথায়, ‘এক মাস্ক পরা তো বটেই, তার পাশাপাশি হাওয়া চলাচল করে না এমন ঘরে বসবাসও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পেছনে বড় কারণ হতে পারে।’
তবে এর পাশাপাশি অনিয়ন্ত্রিত স্টেরয়েডের ব্যবহারকেও তিনি অনেকাংশে দায়ী করেছেন। তার মতে, ‘কভিড সংক্রমণ নিয়ে সন্দেহ হলেই অনেকে নিজে নিজে স্টেরয়েড নিতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শ নেন না। স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারও এ সংক্রমণের পেছনে কারণ হতে পারে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network