ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২১
উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামেরকাঠী টেকনিক্যাল বি.এম এন্ড কমার্স কলেজে ৩তলা বিশিষ্ট নবনির্মিত বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র শুভ উদ্বোধন করেন।
রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উজিরপুরবাসীর সাথে কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী শারীরিক প্রতিবন্ধী স্নাতক বর্ষের শিক্ষার্থী ফাতেমা খানমের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেন।
রামেরকাঠী টেকনিক্যাল বি.এম এন্ড কমার্স কলেজে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, উজিরপুর-বানারীপাড়া আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, হিজলা-মেহেন্দীগঞ্জ আসনের সংসদ সদস্য পংকোজ দেবনাথ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক মূখ্য সচিব আব্দুস সোবাহান সিকদার, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার আবুজাফর মোঃ রহমত উল্লাহ, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা মোঃ আনিসুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, মডেল থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক. ইউপি চেয়ারম্যান রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী কিছু সময়ের জন্য সিপিপি শিল্পগোষ্ঠীর মনোমুদ্ধকর গান উপভোগ করেন। মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে ১১০টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৩০টি ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, ৫টি মুজিব কিল্লাসহ ৫০টি মুজিব কিল্লার ভিত্তি প্রস্তর মাননীয় প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করেন। এরমধ্যে বরিশালের উজিরপুর রামেরকাঠী টেকনিক্যাল বি.এম এন্ড কমার্স কলেজ, নোয়াখালী সুবর্ণচরে মুজিব কিল্লা, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইন্দ্রাকপুর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন।’’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network