ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
শামীম আহমেদ:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত কর্মসূচি উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি, দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর জেলা বিএনপি পৃথকভাবে ভাচ্যুয়াল আলোচনা সভায় অংশ গ্রহণ করে।
আজ শনিবার (২৯ মে) বিকাল চারটায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়সহ উত্তর জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে বসে ভাচ্যুয়াল কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ভাচ্যুয়াল প্রোগ্রাম কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় কার্যালয়ের দোতালায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ-সধারন সম্পাদক আনায়ারুল হক তারিন,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ মহনগরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দলীয় কার্যালয়ের নিছ তলায় ভাচ্যুয়াল প্রোগ্রামে অংশ নেয় বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। এসময় ভাচ্যুয়াল প্রোগ্রামে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন। এখানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, সহ-সভাপতি অধ্যক্ষ আঃ রসিদ খান, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারজানা তিথি, কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা কৃষকদল আহবায়ক মীর মহসিন ও আলহাজ্ব নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপর দিকে নগরীর কালিবাড়ি রোডস্থ বরিশাল উত্তর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অংশ গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সুজনসহ বিএনপি নেতৃবৃন্দ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network