উজিরপুরে স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১, ২০২১

উজিরপুরে স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

উজিরপুরে স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বরিশালের উজিরপুরে স্কুলের বারান্দা থেকে পরিমল দাস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০১ জুন) সকা‌লে লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবা‌চিম) হাসপাতা‌ল ম‌র্গে পাঠায়।

নিহত পরিমল দাস পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলা লক্ষণকাঠী গ্রামের মৃত গোপীনাথ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প‌রিমলের উ‌জিরপু‌রে কোনো আত্মীয় স্বজন ছি‌ল না। দীর্ঘ‌দিন ধ‌রে সে এই এলাকায় থে‌কে যখন যা কাজ পে‌তো তা কর‌তো। এবং লস্করপুর স‌রকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়সহ যেখা‌নে পার‌তো সেখা‌নেই রা‌ত্রিযাপন কর‌তো।

সোমবার গভীর রাতে উ‌জিরপু‌রের লস্করপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের বারান্দায় প‌রিশমল দা‌সের লাশ প‌রে থাক‌তে দে‌খে স্থানীয়রা থানায় খবর দেয়।

উ‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মজর্তা (ও‌সি) জিয়াউল আহসান জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশটি উদ্ধার ক‌রে। এবং মঙ্গলবার (১ জুন) সকা‌লে মর‌দে‌হের ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠায়।’

সংবাদটি শেয়ার করুন