ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তোলার পর এসব আসামির জামিন চেয়ে আবেদন করেন ৫০ জন আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের জামিন দিয়েছেন বিচারক।
জানা গেছে, এমপি পঙ্কজের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনায় গতকাল বুধবার ২৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম সরদার। আসামীরা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মী। নামীয় ২৪ আসামির মধ্যে পুলিশ গ্রেপ্তার করে ৫ জনকে। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
আজ বৃহস্পতিবার এ ৫ আসামির জামিনের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে অর্ধশত আইনজীবী আদালতে আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মওদুদ আহমেদ আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে জেলহাজতে থাকা পাঁচ আসামির জামিন মঞ্জুর করেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হিজলা উপজেলার খুন্না বন্দরে পঙ্কজ দেবনাথের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এসময় গাড়ির গ্লাস ভেঙে চালক আহত হন। মামলার বরাত দিয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, হিজলা উপজেলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে দলীয় কর্মসূচিতে মঙ্গলবার বিকেলে অংশগ্রহণ শেষে স্থানীয় ডাকবাংলোতে বিশ্রাম করেন এমপি পংকজ দেবনাথ। রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ী মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে পুরাতন হিজলা ফেরিঘাটের দিকে যাত্রা করেন। পথে হিজলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে দলীয় বিক্ষুব্ধ নেতাকর্মী তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে চালক শুক্কুর আহত হন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network