নির্বাচনে বিধি বর্হিভূত কাজ করলে বিচারের মুখোমুখি হতে হবে: সিইসি নুরুল হুদা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২১

নির্বাচনে বিধি বর্হিভূত কাজ করলে বিচারের মুখোমুখি হতে হবে: সিইসি নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে বিধি বর্হিভূত কোনো কাজ করতে দেওয়া হবে না। কেউ যদি করতে চান তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে, কোন ছাড় দেওয়া হবে না। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা কোন দল বা মতের সেটা বিবেচনা হবে না। তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা প্রার্থী। তারা কোন ধর্ম-দল-মত-বর্ণের তা একেবারেই বিবেচ্য বিষয় নয়। শনিবার (১২ জুন) দুপুরে বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনের সভাকক্ষে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। নির্বাচন সম্পন্ন করতে একজন প্রার্থীর যে আইনগত অধিকার তা রক্ষা করতে আমরা সব সময় পাশে থাকব। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।
প্রধান নির্বাচন কমিশন আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যেন কেউ না করতে পারে সেজন্য আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যোগাযোগ বিচ্ছিন্ন হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ উপজেলায় যেমন পরিবেশ-পরিস্থিতি হোক না কেন আমাদের নির্বাচন সম্পন্ন করতে হবে। এসব এলাকায় নির্বাচন সুষ্ঠু করতে যা করা দরকার আপনারা করবেন। তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে আমরা খুলনা, সাতক্ষীরার মতো অধিক সংক্রমিত ১৬৩টি এলাকায় নির্বাচন স্থগিত করেছি।
তবে বরিশাল, মাদারীপুর অঞ্চলে করোনার সংক্রমণ কম হওয়ায় এমন ২০৮টি অঞ্চলে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত ওই আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো.শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের নবাগত উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন ও জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সহ আরও অনেকে।
প্রসঙ্গত, স্থগিত থাকা প্রথম ধাপের ২০৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল বিভাগের ৩৩টি উপজেলার ১৭৩টি ইউপিতে এবং বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বাদে বাকি ৯ উপজেলার ৫০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন