বরিশাল বিভাগে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

বরিশাল বিভাগে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০

বরিশাল বিভাগে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১০৭ জন। এই সময়ে চার জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত হয়ে, বাকি দুই জন উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯২ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ১০৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৯১ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে মোট সাত হাজার ২৩১ জন, পটুয়াখালী জেলায় নতুন চার জন নিয়ে মোট দুই হাজার ৩৫৪ জন, ভোলা জেলায় নতুন কেউ শনাক্ত হননি। ফলে আজ পর্যন্ত মোট শনাক্ত ১৯৮৪ জন, পিরোজপুর জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট এক হাজার ৮০৭ জন, বরগুনা জেলায় নতুন তিন জন নিয়ে মোট শনাক্ত এক হাজার ৩১৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪১৫ জন।

এছাড়া বিগত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বাকেরগঞ্জ উপজেলার ওবায়েদুল্লাহ (৫০) এবং উজিরপুর উপজেলার বয়সী আব্দুস সালাম (৬০) মৃত্যুবরণ করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (বুধবার) শেবাচিমের করোনা ইউনিটে মোট নয় জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুই জন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৬০ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ এবং ৪৫ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরিক্ষা করান। যার মধ্যে ১২ দশমিক ২৫ শতাংশ পজেটিভ শনাক্তের হার।

সংবাদটি শেয়ার করুন