ঢাকা ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর শরীরে এ পজিটিভ রক্তের পরিবর্তে ও পজিটিভ রক্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে রোগী লোকমান হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিউ) হস্তান্তর করা হয়। হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে অন্য গ্রুপের রক্ত সরবরাহ এবং সেই রক্ত রোগীর শরীরে দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মেয়ে রিয়া মনি।
ভুল চিকিৎসার শিকার রোগী নাম লোকমান হোসেন। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মুনসুর খানের ছেলে।
রোগীর মেয়ে রিয়া মনি সাংবাদিকদের জানান, ২৩ জুন তার বাবা অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বিভিন্ন প্যাথলজি পরীক্ষা শেষে তার বাবার শরীরে রক্তশূন্যতা রয়েছে বলে জানা যায়। ফলে তার রক্তের গ্রুপ অনুযায়ী ‘এ’ পজিটিভ রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসক।
কিন্তু হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে ‘এ’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত সরবরাহ করা হয়। ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ২৪ জুন দুপুর আড়াইটার দিকে তার বাবার শরীরে ‘এ’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত দেওয়া হয়। এতে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিউ) পাঠানো হয়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় রয়েছেন বলে দাবি করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, ‘এ’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত শরীরে দেওয়ার কারণে ওই রোগীর মানসিক সমস্যাসহ শরীরের কোনো অংশের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোগীর মৃত্যুঝুঁকি নেই।
বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম জানান, এক রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত শেষে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network