আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করতে বরিশাল পুর্বাঞ্চলে যুব সমাজের আগাম প্রচারনা

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

আসন্ন ইউপি নির্বাচনে  সদস্য পদে নির্বাচন করতে বরিশাল পুর্বাঞ্চলে যুব সমাজের আগাম প্রচারনা

 

জলিল মুন্সী >  নির্বাচনের বাকী আরও ৫ মাসেরও বেশি সময়। অথচ এরই মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ও চাঁদপুরা ইউনিয়নে। নতুন তরুন সমাজের মধ্যে জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে ফেইজবুক প্রচারনার মাধ্যমে। সম্ভাব্য সাধারন সদস্য (মেম্বার ) প্রার্থীদের আগাম প্রচারনা ও  অঘোষিত লড়াই শুরু হয়েছে। প্রার্থীদের সাথে সাথে সাধারণের মধ্যেও নির্বাচনী আলোচনা ব্যাপক। চায়ের স্টলে, হাটে-বাজারে, পথে-প্রান্তরে জনতার মাঝে চলছে হিসাব-নিকাশ। লোকমুখে অনেকের নাম শোনা গেলেও মূলত প্রবিন ও নবীন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুল-ছেঁড়া বিশ্লেষণ। সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে তরুনদের মধ্যে সাধারন সদস্য ( মেম্বার) পদে আলোচনায় আছেন ০১ ওয়ার্ড আরিফুর রহমান, ০২ নং ওয়ার্ড সুজন খান,০৬ নং ওয়ার্ড মোঃ রাকিব হোসেন,০৭ ওয়ার্ড মোঃ নুর হোসেন মামুন,০৮ নং ওয়ার্ড মোঃ ইব্রাহীম খলিল।৮নং চাদপুরা ইউনিয়নে ০৪ ওয়ার্ড মোঃ কামরুল খান, ০৫ নং ওয়ার্ড সাংবাদিক মোঃ ফেরদাউস আলোচনায় রয়েছেন। তরুন মনোনয়ন প্রত্যাশী কামরুল খান  পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও জনপ্রিয়তা নিয়ে সদস্য পদে  নির্বাচন করবেন বলে আশাবাদী তিনি। আরেক তরুণ আওয়ামীলীগ নেতা,সুজন খান টুঙ্গিবাড়িয়ার ০২ নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন এবং নির্বাচনে জয়লাভের মাধ্যমে জনগণের সেবা করার ক্ষেত্রে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। চাঁদপুরার চরপত্তনিয়া ওয়ার্ডে সদস্য পদে দোয়া চেয়েছেন সাংবাদিক রেদওয়ান শাওন।

সংবাদটি শেয়ার করুন