ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২১
০২ জুলাই, ২০২১
মেষ:
দিনটি ভালোমন্দে মেলানো। একদিকে অর্থ আসবে, অন্যদিকে পাওনাদারের চাপ থাকবে। কিছু সম্ভাবনাময় কাজ আলোচনায় আসবে। সতর্কতার সঙ্গে পদক্ষেপ না নিলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
বৃষ:
কাজের চাপ থাকবে। সব কিছু মনমতো না-ও হাতে পারে। মানসিক অস্থিরতা জাগবে। পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হবে। ধর্মকর্মে মনোযোগী হতে পারেন। সীমাবদ্ধতাকে জয় করতে হবে।
মিথুন:
দিনটি ভালো কাটবে। একটু পরিশ্রম করলেই সৌভাগ্য বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপ্রত্যাশিত অর্থ হাতে আসতে পারে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।
কর্কট:
দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম আসবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ব্যাঘাত ঘটবে। বাকসংযম দরকার। উত্তেজনাবশত কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
সিংহ:
কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। আর্থিক চাপ থাকবে। অন্যের কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক যোগাযোগ বাড়বে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।
কন্যা:
দীর্ঘদিনের কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। নতুন কিছু করার সুযোগ আসবে।ব্যবসায়ীদের আয়ের সুযোগ আসবে। ঘনিষ্ঠ কারো জন্য দুশ্চিন্তা হতে পারে। শরীরের যত্ন নিন।
তুলা:
আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ কাজে লাগবে। সুযোগের সদ্ব্যবহার করুন।
বৃশ্চিক:
অন্যের সহযোগিতা পাবেন। পুরনো সমস্যার কিছুটা সমাধান হবে। কর্মপরিবেশ নিয়ন্ত্রণের বাইরে যাবে।কাজের প্রতি অনীহা আসতে পারে। অতিরিক্ত মাথা ঘামাবেন না। প্রার্থনায় স্বস্তি পাবেন।
ধনু:
আশার আলোয় উৎসাহ বাড়বে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহায়তা পাবেন। ব্যবসায় বাড়তি কোনো চাপ আসতে পারে। শারীরিক অবস্থার প্রতিকূল ভাব আস্তে আস্তে কেটে যাবে। মন ভালো রাখুন।
মকর:
কর্মস্থলে সামান্য চাপ থাকবে। ব্যবসা-বাণিজ্য প্রসারের সুবাতাস বইতে পারে। ব্যক্তিগত কোনো সুখবরপ্রত্যাশা করতে পারেন। আপনার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করুন।
কুম্ভ:
কোনো ইতিবাচক প্রস্তাব পেতে পারেন। নতুন কাজের সুযোগ আসতে পারে। পারিপার্শ্বিক অবস্থানুসারে নতুন ধরনের উদ্যোগ নিতে পারেন। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে।
মীন:
প্রত্যাশিত কাজে বিলম্ব হতে পারে। ব্যয় বাড়বে। উদ্বেগের মধ্যে কোনো সুযোগ আসতে পারে। ব্যবসায় বাড়তি কোনো চাপ আসতে পারে। হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network