ঢাকা ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার চেয়েছেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরিক।এরিক এরশাদ বলেন, ‘আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে আমার চাচা জিএম কাদের মিথ্যা, বানোয়াট নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়, সেটার জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জিএম কাদের।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার চাচা জিএম কাদেরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টির অফিসিয়ালি ফেসবুক পেজে এরিক ও বিদিশার বিরুদ্ধে করা নিউজ শেয়ার করা হচ্ছে। সব ষড়যন্ত্রে জিএম কাদের দায়ী।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাক্তার জি.কে চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার এস এম জাকির হোসেন।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network