ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১
বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জন। এর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত ছিলেন।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যান ১৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগ বলছে, ২১ থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১৫০ থেকে ২৭৪–এর মধ্যে সীমাবদ্ধ ছিল। ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হওয়ায় শনাক্তও কম ছিল। তবে গত তিন দিনে এই সংখ্যা আবারও বেড়েছে।
মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৪১ জনের মধ্যে বরিশাল জেলার সর্বোচ্চ ২৯৩ জন। পটুয়াখালীতে ১১৭, ভোলায় ১২০, পিরোজপুরে ১৩৫, বরগুনায় ৮৮ ও ঝালকাঠিতে ৬৯ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জনই পিরোজপুর জেলার। এ ছাড়া বরগুনা ও পটুয়াখালীতে দুজন করে ও ঝালকাঠিতে একজন মারা যান। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩৭ জন।
করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মারা যান ১১ জন। তাঁরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে ৭৪৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে রোগী মারা যাওয়ার সংখ্যা ২৮৮।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network