ঢাকা ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের হিজলা উপজেলায় সিগারেট চুরির অপবাদে এক বেঁধে অমানুষিক নির্যাতন করে। উপজেলার কাউরিয়া বাজারের মুদি ব্যবসায়ী আবদুস সালামের দোকানে দুই প্যাকেট সিগারেট চুরি করার অভিযোগে নির্যাতন করা হয় বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়- কাউরিয়া বাজারে কাঠমিস্ত্রির কাজ করে বরজালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে র্নিমল দাস।
নির্মল দাস ওই দোকান থেকে দুই প্যাকেট সিগারেট চুরি করে বলে দাবি করে আব্দুস সালাম। ৩১ জুলাই বেলা ১১ টার সময় ব্যবসায়ী সালাম প্রকাশ্যে নির্মল দাসকে সুপারী গাছের সাথে বেধে জনসম্মুখে অমানবিক নির্যাতন করে। শুধু নির্যাতন করে শেষ হয়নি। তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ও ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি প্রদান করে। এ নির্যাতনের চিত্রভিডিও ধারণ করে প্রত্যক্ষদর্শী অনেকে। এটি ফেইসবুকে ভাইরাল হয়ে পড়ে। ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় তার স্ত্রী রুপা দাস বাধা দিতে আসলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ব্যবসায়ী সালাম। এ বিষয়ে নির্মল দাসের স্ত্রী রুপা জানান, আমার স্বামীকে সকাল বেলা ব্যবসায়ী সালাম বাড়ি থেকে বাজারে যাওয়ার খবর দিলে তিনি বাজারে যায়। বাজারে নিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছে। আমি খবর পেয়ে ছাড়াতে গেলে আমাকে সালাম ধাক্কা মেরে ফেলে দেয়। আমার স্বামী চুরি করলে আইন আছে। তারা এভাবে নির্যাতন করতে পারে না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করছি। এ বিষয়ে ব্যবসায়ী সালাম বলেন, নির্যাতনের অভিযোগসমূহ মিথ্যা।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network