ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
নারিকেলগাছে ওঠার পর অসুস্থ হয়ে পড়েন এক যুবক। ফায়ার সার্ভিসকর্মীরা নামাতে গিয়ে গাছ থেকে পড়ে নিহত হয়েছেন ওই যুবক। এ ঘটনায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীদের মধ্য সংঘর্ষে ছয় ফায়ারম্যান আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গিলা-তলী গ্রামে।
নিহত ইউনুস (৫০) একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক।
জানা গেছে, বুধবার বিকালে নারিকেলগাছে ওঠার পর সেখানেই অসুস্থ হয়ে পরে ইউনুস নামে একজন কৃষক। ফায়ার সার্ভিসে ফোন করলে তারা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে গাছ থেকে মই দিয়ে নিচে নামার সময় পড়ে মৃত্যু হয়। এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে বিক্ষুব্ধ গ্রামবাসী ফায়ারকর্মীদের ধাওয়া করলে তারা আত্মরক্ষার জন্য দৌড়ে পালার চেষ্টা করলেও গণধোলাইর মধ্য পড়ে।
বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে ফায়ার টিম লিডার রুহুল আমিনসহ ছয় ফায়ারকর্মী আহত হন। আহত অন্য ফায়ারকর্মীরা হলেন— রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, মো. হাসান, মো. সুমন ও আসাদুল হক।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক উপস্থিত হলে সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহত ফায়ার লিডার রুহুল আমীনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে ইউনুস নিজের গাছ থেকে নারিকেল পাড়তে গাছে উঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিৎকারে গ্রামবাসী ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ারকর্মীরা এসে ইউনুসকে উদ্ধারের জন্য গাছে মই লাগিয়ে ইউনুসকে তার গামছা দিয়ে বেঁধে নামাতে গেলে গামছা ছিঁড়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ফায়ারম্যান ওপর চড়াও হয়।
বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান মো. জাকির হোসেন বলেন, আমি পটুয়াখালী থেকে এসে ঘটনাটি শুনেছি।গুরুতর আহত ফায়ার লিডার রুহুল আমীনকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে।
বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network