ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১
বিএম কলেজের পর এবার রাস্তায় নামল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা। করেনার মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে সকল ধরণের সেশন চার্জসহ সকল ফি মওকুফের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ২য় বর্ষের শিক্ষার্থীরাসহ সকল শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ঘন্টা ব্যাপি নগরীর হাতেমআলী কলেজ সিএন্ডবি রোডে তারা অবরোধ করলে সৃস্টি হয় তীব্র যানজট। আর এ কারণে হাতেম আলী কলেজ এলাকা থেকে আমতলার মোড় এবং নথুল্লাবাদ পর্যন্ত সৃস্টি গাড়ির গাড়ির তীব্র লাইনের যানজট। যদিও পুলিশের আশ্বাসে প্রাথমিক অবস্থায় অবরোধ তুলে নেয়া হয় তবে শিক্ষার্থীদের দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মানবন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সাধারণত ছাত্রই আন্দোলন সংগ্রাম করে থাকে। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফি কমানোর দাবিতে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বুধবার কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।প্রায় তিনঘন্টা অবরোধ চলার পর কলেজ কর্তৃপক্ষ ৬শত টাকা টাকা ফি কমানোর আশ্বাস দেন।
কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে সাথে সাথে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা ফিরে যাওয়ার সময় তাদের উপর হামলা করে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network