মেহেন্দিগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১

মেহেন্দিগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” হিসেবে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দ্বিতীয় দফার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার দুপুর ১ টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মুজিব বর্ষের আশ্রয়ণ-২ প্রকল্পের ৩ টি ক্লাস্টার এর গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শণ করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা নির্বাহী অফিসার হিজলা বকুল চন্দ কবিরাজ, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, চেয়ারম্যান শ্রীপুর ইউনিয়ন পরিষদ হারুনর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রমুখ।
মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয় এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। গত ২০ জুন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় এসময় বরিশাল জেলায় ২১৭ টি ঘর হস্তান্তর করা হয়। বাকি ৩৩২ টি গৃহ নির্মাণ কাজ চলছে আজ সেই সকল নির্মাণ কাজ সরজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে উপকূলীয় এলাকার মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের নিমাঞ্চল প্লাবিত হয়ে কয়েকটি গৃহে ফাটল ধরে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিদের্শনায় তা মেরামত করা হয়। সেই সকল ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন